শ্রীনগরে প্রতীমা তৈরীতে ব্যস্ততা

আরিফুল ইসলাম শ্যামল
  প্রকাশিত হয়েছেঃ  ০২:০৮ PM, ২৯ জানুয়ারী ২০২২

শ্রীনগরে সরস্বতী পুজোকে সামনে রেখে মৃৎলিল্পীদের ব্যস্ততা বেড়েছে। বিভিন্ন আকারের প্রতীমা তৈরী, রং ও সাজসজ্জা করা হচ্ছে। শিক্ষা, সংস্কৃতি সব কিছুতেই মা সরস্বতীর কথা মাথায় রেখে স্কুল কলেজের ছেলে মেয়েরা এই দিনটায় নতুন উদ্যোগে এগিয়ে চলে। তবে করোনা মোকাবেলায় গত দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই দিনটা সেভাবে পুজোর মজা নিতে পারেনি কেউ। কিছুদিন আগে স্কুল খোলা হলেও কোভিট-১৯ সংক্রমণ রোধে এরই মধ্যে সরকারি সবশেষ চলমান বিধি নিষেধের আওতায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

সরেজমিনে দেখা যায়, আগামী ৫ ফেব্রæয়ারি সরস্বতী পুজোকে সামনে রেখে শ্রীনগর সদর ইউনিয়নের হরপাড়ায় পাল বাড়িতে প্রতীমা তৈরীর বিভিন্ন কাজকর্ম করছেন মৃৎলিল্পীরা। এখানে রেডিমেট ও অর্ডারে সরস্বতীর প্রতীমা তৈরী করা হচ্ছে। শিল্পীর হাতের রং তুলির আচরে এককটি প্রতীমার সৌন্দর্য ফুটে উঠছে। এ সময় কারিগর অজয় পাল (৩৫) বলেন, উপজেলার ষোলঘর থেকে তিনি এখানে এসেছেন প্রতীমায় রং তুলির কাজ করতে। তিনি একাজে পারশ্রমিক পাচ্ছেন। জানা যায়, সর্বনি¤œ ৩ হাজার টাকা শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত দামের প্রতীমা তৈরী করা হচ্ছে এখানে। এছাড়াও বিভিন্ন দামে প্রতীমা তৈরীর অর্ডার নেওয়া হয়।

হরপাড়ার মৃত মধাব পালের পুত্র মৃৎশিল্পী তপন পাল বলেন, ২০ বছর ধরে এই পেশায় আছেন। করোনার প্রভাবে একাজে মন্দা যাচ্ছে। সরস্বতী পুজো উপলক্ষে ছোট আকারের রেডিমেট প্রায় ৫০টি প্রতীমা তৈরী করে বিক্রি করেছেন। এছাড়া ১৫টি প্রতীমার অর্ডার পেয়েছেন। এসব প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষের দিকে। এখন শুধু রং ও সাজসজ্জার কাজ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :