শ্রীনগরে প্রতিষ্ঠানের নামে সাইনবোর্ড সাটিয়ে সম্পত্তি দখলের পায়তারা!

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১৬ PM, ০৮ মে ২০২১

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁওয়ে একটি ব্যাংক প্রতিষ্ঠানের নামে সাইবোর্ড সাটিয়ে সম্পত্তি দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকার মোয়াজ্জেম হোসেন খানের পুত্র মাইনুল হোসেন খান ওরফে মালনের বিরুদ্ধে এই অভিযোগ উঠে। প্রায় এক সপ্তাহ আগে রাতের আঁধারে কামারগাঁও খান বাড়িতে এই ঘটনা ঘটে। অপরদিকে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ দাবী করেন এই সাইবোর্ডটির বিষয়ে তারা অবগত নন। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খোঁজ খবর নিয়ে জানা যায়, কামারগাঁও মৌজার ১১৬৭নং দাগে মোট সম্পত্তির পরিমান ৪১ শতাংশ। এর মধ্যে একই মৌজার আরএস ৩১৩৮নং দাগ, ৪৭৯নং খতিয়ানে আব্দুল লতিফ খানগং ১৩ শতাংশের মালিক। এছাড়াও তার ওয়ারিশরা ক্রয়সূত্রে মালিক ৩ শতাংশ এখানে আব্দুল লতিফ খান ও তার ওয়ারিশগণের মোট মালিকানা সম্পত্তির পরিমাণ ১৬ শতাংশ। বাকী সম্পত্তির মালিক প্রতিবেশী মোয়াজ্জেম হোসেন গং ১৩ শতাংশ ও হাবিবুর রহমান খানগং ১২ শতাংশের মালিক। এখানে হাবিবুর রহমান খানগং আদালতে রেকর্ড সংধোনীর মামলা দায়ের করেন। চলমান মামলা নং-২৯৫/৯।স্থানীয়ভাবে মিমাংসার জন্য বসা  হলেও মাইনুর হোসেন খান ওরফে মালন গংরা তা মানেননি।

ভূক্তভোগী কামারগাঁও এলাকার আব্দুল লতিফ খানের পুত্র রেজাউল করিম খান স্বাধীন জানায়, কয়েকদিন আগে সকালে হঠাৎ করেই নিজস্ব একটি নারিকেল গাছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ নবাবপুর রোড শাখা, ঢাকার নিকট দায়বদ্ধ উল্লেখিত সাইবোর্ডটি আমার গাছে টাঙ্গানো রয়েছে। পরে ওই সাইবোর্ড থাকা মোবাইল নম্বরে (০১৭১৬১১৩৩৯৭) যোগাযোগ করা হলে অপরিচিত এক ব্যক্তি বলেন ওই ঠিকানায় যোগাযোগ করতে। পরে ঠিকানা অনুযায়ী সরাসরি নবাবপুরে ওই ব্যাংকে গিয়ে কর্তৃপক্ষের সাথে আলাপ করা হলে সাইবোর্ড সাটানোর বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই জানান। ভূক্তভোগী স্বাধীন খান আরো বলেন, পরে জানতে পারি প্রতিবেশী মাইনুল হোসেন খান মালন সম্পত্তি দখলের জন্য সাইবোর্ডটি কৌশলে সাটিয়ে রাখেন। এঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে মৌখিকভাবে জানিয়েছি।

এব্যাপরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ নবাবপুর রোড শাখার ম্যানেজার মোহাম্মদ উল্লাহ জানান, রহস্যজনক সাইনবোর্ডটির সমন্ধে তারা অবগত নন। তাদের প্রতিষ্ঠান থেকে এধরণের কোন সাইর্বোড ওখানে সাটানো হয়নি। লিখিত আবেদন করা হলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে মাইনুর হোসেন খান ওরফে মালনের কাছে জানতে চাইলে তিনি দম্ভ করে বলেন, সাইবোর্ডটি আমার সম্পত্তিতে লাগানো হয়েছে। এই জায়গা আমার। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলামান রয়েছে। ব্যাংক প্রতিষ্ঠানের নামে যে সাইবোর্ডটি সাটানোর হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ জানেন না এমন প্রশ্নে জবাবে মালন খান সুদত্তর দিতে পারেননি।

আপনার মতামত লিখুন :