শ্রীনগরে প্রতিবেশীদের হামলায় গৃহবধূসহ আহত ২

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৩ PM, ২২ জানুয়ারী ২০২২

শ্রীনগর উপজেলার নতুন বাজারে প্রতিবেশীদের হামলায় গৃহবধূসহ ২ জন আহত হয়েছে। গৃহবধূ রোকসানা বিবি (২৫) ও তার স্বামী ইব্রাহীম মোড়লকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী ইব্রাহীম মোড়ল বাদী হয়ে প্রতিবেশী শাহ আলম (৫৫) শিউলী আক্তার (৪০), বিলকিস (৩০), রোকন তালুকদার (৪৫) নিলয় মোল্লা (২২) ও সাইমের (২০) বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত শুক্রবার দুপুরে রাঢ়িখাল ইউনিয়নের বালাশুরের নতুন বাজারে এই হামলার ঘটনা ঘটে।

মো. ইব্রাহীম মোড়ল বলেন, আমার বাড়ির রাস্তা দিয়ে পরিবারের লোকজনকে চলাচলের জন্য বাঁধা প্রদান করে তারা। এনিয়ে কথা কাটাকাটি হলে সাবেক ইউপি সদস্য শাহ আলম ও তার বোন শিউলী আক্তারের নেতৃত্বে অভিযুক্তরা আমাদের ওপর হামলা চালায়। আমার স্ত্রীকে রক্তাত্ব জখম করে তারা। এ ঘটনায় শনিবার শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে জানতে সাবেক মেম্বার শাহ আলমের সাথে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি। শিউলী আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, তারাই আগে আমাদের ওপর আক্রমণ করে। এ সময় রোকসানার মাথা ফাটে।

স্থানীয় ইউপি সদস্য মো. সুলতান জানান, রাস্তার বিরোধে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর মধ্যে ইব্রাহীম মোড়লের স্ত্রীর মাথা ফাটে। প্রায় দুই মাস আগেও দুই পক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। ওই সময় দুই পক্ষের মধ্যে আপষ মিমাংসা করা হয়।

এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :