শ্রীনগরে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর সভা

বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীনগর উপজেলা বিএনপির অনুষ্ঠানে বাধা দিয়েছে পুলিশ।মঙ্গলবার বিকাল ৫টার দিকে মুন্সীগঞ্জ-শ্রীনগর রাস্তার পাশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম কাননের চাউলের আরতের সামনে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দেয়।
এসময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী বিকাল সাড়ে ৫টার দিকে সাধারণ সম্পাদকের চাউলের আরতের ভিতরে স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটে এবং অলোচনা সভার আয়োজন করে।
শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, উপদেষ্টা তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল, বিএনপি নেতা কাজী শামীম ঈমাম সাচ্চু,আঃ জলিল, যুবদলের সভাপতি জয়নাল আবেদীন জেমস প্রমুখ।