শ্রীনগরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১

শ্রীনগরে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ওহিদুল (৩৫) নামের এক চালক গুরুতর আহত হয়েছে।সে বরিশাল জেলার গৌরনদী এলাকার বাসিন্দা।গত সোমবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর কবরস্থানের সামনে এই ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, মাওয়াগামী পিকআপ (ঢাকা মেট্রো ন-১৩ ৪৪৪৬) চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মো. আনিছুর রহমান জানান, আহত চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।