শ্রীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:০৭ PM, ০১ অক্টোবর ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগরে পানিতে ডুবে নাবিলা নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের পশ্চিম আটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নাবিলা ওই গ্রামের রবিউল মীরের কন্যা।

স্থানীয় ইউপি সদস্য মো. তপন জানান, নাবিলা সমবয়সী শিশুদের সাথে গোশল কওে বাড়ির পাশে একটি পুকুরে যায়। এ সময় নাবিলা পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনি।

জরুরী বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ ইব্রাহিম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

 

আপনার মতামত লিখুন :