শ্রীনগরে পানিতে ডুবে বৃদ্ধে’র মৃত্যু

আরিফুল ইসলাম শ্যামল
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১৩ AM, ১৮ অক্টোবর ২০২১

শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দীতে পানিতে ডুবে হাজী আব্দুল খালেক বাছার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার রাতে বিবন্দী সড়কের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুল খালেক বাছার বিবন্দী গ্রামের মৃত মনাই বাছারের পুত্র।

এলাকাবাসী জানায়, আব্দুল খালেক বাছার সন্ধ্যার কিছুক্ষণ আগে নৌকায় করে বিলে মাছ ধরার জাল পাততে যায়। এ সময় বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার দিকে তার ছোট পুত্র মো. দিদার পিতাকে বাড়িতে দেখতে না পেয়ে বাড়ির সামান্য পশ্চিম দিকে বিবন্দী পাকা সড়ক সংলগ্ন ডোবায় খালি নৌকা দেখতে পেয়ে তার সন্দেহ হলে সে ডোবায় নামে। ডোবার পানিতে কিছুক্ষণ খোঁজাখুজি করার পর পিতার মরদেহ উদ্ধার করে আনেন। ধারনা করা হচ্ছে স্টোক করে অসুস্থ বৃদ্ধ আব্দুল খালেক পানিতে পরে ডুবে মার গেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. কাইয়ুম মিন্টু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরিবারের লোকজন লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ৩ পুত্র ও ৬ কন্যা সন্তানের জনক হাজী আব্দুল খালেক বাছারের মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারের মধ্যে শোকের ছাঁয়া নেমে আসে।

আপনার মতামত লিখুন :