শ্রীনগরে নিজ বাড়ি থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

শ্রীনগরে অর্ধগলিত অবস্তায় মঈন আহাম্মেদ মৃধা(৩৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ।শুক্রবার রাত সারে ১১ টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিন পাইকসা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত মঈন আহাম্মেদ মৃধা দক্ষিন পাইকসা গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে
স্থানীয়রা জানায়, নিহত মঈন আহাম্মেদ মৃধা শ্রীনগর মৃধা হোটেলে চাকরি করতেন। করোনায় লকডাউনে মধ্যে তিনি চাকরিটি ছেরে দেন। প্রায় ৬ মাস পূর্বে তার স্ত্রী তাবাসুম সন্তানদের নিয়ে মানিকগঞ্জ বাবার বাড়িতে যান। ফলে মঈন আহাম্মেদ একাই বাড়িতে থাকতেন। বেশ কয়েকদিন ধরে তার ঘর তালা দেওয়া ছিল। শুক্রবার স্থানীয় এলাকাবাসী মঈন আহাম্মেদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বুঝতে পারে ঘরের ভেতর থেকে দূর্গন্ধ বেড় হয়ে আসছে।পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে শ্রীনগর থানা পুলিশ পাকা বিল্ডিংয়ের ঘরের তালা ভেঙ্গে অর্ধগলিত অবস্তায় মঈন আহাম্মেদ মৃধার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে শ্রীনগর থানার ওসি হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, লাশটি ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের ভাই মাসুম আহমদ মৃধা বাদী হয়ে শ্রীনগর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।