শ্রীনগরে নিজের গলা কেটে নবম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:১৭ PM, ১৮ অক্টোবর ২০২০

শ্রীনগরে বসত ঘরে নিজের গলা কেটে নবম শ্রেণীর এক ছাত্র আত্মহত্যা করেছে।শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের তোফাজ্জল মৃধার ছেলে আহাদ মৃধা (১৬) বেশ কিছু দিন ধরে পেটের ব্যাথাসহ নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিল। শনিবার দুুপুরে ফাঁকা ঘরে বটি দিয়ে নিজের গলা কেটে সে আত্মহত্যা করে। দুপুর ১ টার দিকে প্রতিবেশী এক নারী মেঝে থেকে রক্ত গড়িয়ে যেতে দেখে চিৎকার দিলে আশ পাশের লোকজন এসে আহাদকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।নিহত আহাদ স্থানীয় আলহাজ্ব কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র ছিলো।শুক্রবারও আহাদকে পেট ব্যাথার চিকিৎসার জন্য ঢাকায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা।

এঘটনার পরপরই মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা বলা যাবে।

আপনার মতামত লিখুন :