শ্রীনগরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শহীদ শেখ (পাখি)
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:২০ PM, ১৭ অক্টোবর ২০২০

সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নে “নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ২০২০” অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর সকাল ১০ টায় শ্রীনগর থানাধীন বিট নং-১২ আটপাড়া ইউপি পরিষদ চত্বরে জেলা পুলিশের আয়োজনে এএসআই মো লুৎফর রহমানের সভপতিত্ব এ সময় উপস্থিত ছিলেন- আটপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আইয়ুব আলী খান, ইউনিয়ন শ্রমীকলীগের উপদেষ্টা মোঃ দেলোয়ারের হোসেন মাদবর,

বিকল্প যুবধারা উপজেলা যুগ্ম আহ্বায়ক শামীম আহম্মেদ, ইউপি সদস্য শারমিন আক্তার, পারভিন বেগম,জরিনা বেগম, তপন হাওলাদার, মেছের আলী খান, তাহের মাদবর, মোস্তাফিজুর রহমান, শাজাহান শেখ,আব্দুস সাত্তার, লতিফ শেখ, আব্দুল রহিমসহ প্রমূখ।

আপনার মতামত লিখুন :