শ্রীনগরে নারী ইউপি সদস্যর বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৪৭ PM, ০৮ এপ্রিল ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের মধ্য কামারগাঁওয়ে মহিলা ইউপি সদস্যর বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করার অভিযোগ উঠেছে।ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শহর বানু’র বিরুদ্ধে এ অভিযোগ উঠে।সে মধ্য কামারগাঁও গ্রামের আউয়াল খানের স্ত্রী।অভিযোগ উঠে তিনি প্রভাব খাটিয়ে বাড়ির সামনে ইট সলিংয়ের সরকারি রাস্তার ওপরে এসে নির্মিত বিল্ডিংয়ের একটি পিলার নির্মাণের কাজ করেন।সরু রাস্তাটি দখলের কারণে আপত্তি জানায় এলাকাবাসী।এতে শহর বানু ও তার পরিবারের লোকজন এলাকাবাসীর ওপর ক্ষিপ্ত হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মধ্য কামারগাঁও খান বাড়ির সামনে রাস্তার উত্তর পাশে মহিলা ইউপি সদস্যর বসত বিল্ডিংয়ের পাশে রাস্তার প্রায় ৩ ফুট দখল করে পিলার নির্মাণ কাজের জন্য রড লাগানো হয়েছে। এছাড়াও নির্মিত ১ তলা ভবনটির পশ্চিম পাশেও প্রায় সাড়ে ৩ ফুট রাস্তার ওপরে বেড়া দেওয়া হয়েছে।

শেখ সামাদ, সারোয়ার খান, ইকবাল শেখ, মো. সাদী, আকাশ শেখ, রাশিদ, মহিবুল, মনসুরসহ এলাকাবাসী জানায়, তিনি মেম্বার নির্বাচিত হওয়ার আগেও রাস্তা দখল করে পিলার নির্মাণের চেষ্টা করেন।ওই সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ কাজ বন্ধ করে দেন। এখন মেম্বার নির্বাচিত হলে প্রভাব খাটিয়ে গত বৃহস্পতিবার পুনরায় কাজ শুরু করেন।এভাবে পিলার নির্মাণ না করার জন্য অনুরোধ করলে তিনি গালমন্দ ও হুমকি প্রদান করেন।

এ ব্যাপারে মহিলা ইউপি সদস্য শহর বানু’র কাছে জানতে চাইলে তিনি দাবি করে বলেন, আমি রাস্তা দখল করিনি।এটা তার মালিকানা জায়গার মধ্যে পড়েছে।তবে সরকারি লোকজন এসেছিলো তাই কাজ বন্ধ রাখছি।নির্মাণাধীন পিলারটি দৃশ্যমান রাস্তার ওপরে এসেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কি রাস্তার করার সময়ে আমাকে কোন টাকা পয়সা দিয়েছে? সবাইতো সরকারি জায়গা দখল করে আছে।

ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মো. আইয়ুব এ ব্যাপারে জানান, প্রায় ৬ মাস আগেও এখানে পিলার নির্মাণের চেষ্টা করা হলে কাজ বন্ধ করা হয়। এখন স্থানীয় ভূমি অফিসের লোকজন এসে দেখে গেছেন।তারাই বিষয়টি দেখবেন।

ভাগ্যকুল ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তা মো. আব্দুল হান্নান জানান, ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে এসেছি।সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত কোন কাজ করা যাবে না।

আপনার মতামত লিখুন :