শ্রীনগরে নারীর সম্ভ্রম হারানোর অভিযোগে ভন্ড ফকির গ্রেফতার

শ্রীনগরে ভন্ড ফকিরের কাছে ঝাড়ফুক করাতে এসে এক নারী (৩৫) সম্ভ্রম হারানোর অভিযোগে থানায় মামলা করেছে। এ ঘটনায় গত মঙ্গলবার সন্ধ্যার দিকে অভিযুক্ত ফকির শ্রী পচু সরকারকে (৫৮) গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। ফকির পচু সরকার উপজেলার পাটাভোগ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছনবাড়ি এলাকার মৃত দীনেশ মুক্তারের ছেলে।
স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে এক নারীকে রাস্তার মধ্যে পচু ফকিরকে চরথাপ্পর দিচ্ছিল। বিষয়টি দেখে স্থানীয়রা এগিয়ে আসলে ওই নারী জানায় কয়েক মাস আগে স্বামীর সংসারে ফিরে যেতে পচু ফকিরের কাছে গিয়ে সম্ভ্রম হারান তিনি। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ঘটনাটি ধামাচাপা দিতে পচু ফকিরের ছেলে দিপ্ত সরকার এলাকায় প্রভাব খাটানোর চেষ্টা করে। এ সময় ভন্ড ফকিরকে আইনের আওতায় আনার দাবী করেন এলাকাবাসী।
এক সন্তানের জননী ভূক্তভোগী ওই নারী বলেন, গত ৪/৫ মাস আগে স্বামীর সংসারে ফিরে যাওয়ার জন্য পচু ফকিরের বাড়ি যাই আমি। পচু আমার দুর্বলতার সুযোগ নিয়ে ঝাড়ফুকের গায়ের জামা কাপড় খুলে আমার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পচু ফকিরকে বাঁধা দেওয়া চেষ্টা করলে ডরভয় দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। গত কয়েক মাসে ঝাড়ফুকের নামে পচু ফকির তার আসন ঘরে আমার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। পচু ফকিরের ছেলে দিপ্ত সরকার ও তার লোকজন ঘটনাটি ধামাচাপা দিতে একটি সাদা স্ট্যাম্পে আমার স্বাক্ষর নেওয়া চেষ্টা করে। আমি কোন স্বাক্ষর দেইনি। এর পর থেকে মুখ না খুলতে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল। উপায় না পেয়ে এ থানায় মামলা দায়ের করি।
পচুর ছেলে দিপ্ত সরকারের কাছে এ ব্যাপরে জানতে চাইলে তিনি সব অস্বীকার করে বলেন, এসব অভিযোগ সব মিথ্যা ও বানোয়াট। আমার বাবা এমন না। এর বেশী কিছু বলতে রাজি হননি তিনি।
এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, এঘটনায় অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।