শ্রীনগরে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বদরুদ্দোজা চৌধুরী।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, রেহেনা বেগম। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, ডিষ্ট্রিক ফ্যাসিলিটর মোবাশ্বর হোসেন, উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যানগণ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইউএনও প্রণব কুমার ঘোষ।
জানা যায়, ১৪টি ইউনিয়নের মোট ১২৬ জন সাধারণ ওয়ার্ড সদস্য ও ৪২ জন সংরক্ষিত ওয়ার্ড (মহিলা) সদস্য শপথ গ্রহণে অংশ নেন।