শ্রীনগরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন

শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দ্বিতীয় ধাপের নির্বাচনে নবুনর্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন হয়েছে। সোববার সকালের দিকে মুন্সীগঞ্জে জেলা প্রশাসন সভাকক্ষে এই শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করার জেলা প্রশাসন কাজী নাহিদ রাসুল। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। ইউএনও প্রণব কুমার ঘোষ জানান, উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহন করেছেন। এর মধ্যে কোলাপাড়া ও তন্তর ইউনিয়ন স্থগিত আছে।
জানা যায়, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের মধ্যে শপথ গ্রহন করেছেন কুকুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, হাঁসাড়া ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান খান, ষোলঘর ইউপি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, শ্রীনগর সদর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, বীরতারা ইউপি চেয়ারম্যান গাজী সহিদুল্লাহ কামাল ঝিলু, আটপাড়া ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান (ফুলচাঁন), শ্যামসিদ্ধি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন, রাঢ়িখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী। গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে শ্রীনগর উপজেলার ৫টি ইউনিয়নে নৌকা, ৭টিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হন। বাকি ২টি ইউনিয়নে ১টিতে বিএনপি নেতা ও ১টিতে বিকল্পধারার নেতা চেয়ারম্যান নির্বাচিত হন।