শ্রীনগরে নবদিগন্ত সমবায় সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪১ PM, ১৮ জুন ২০২১

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভাগ্যকুল নবদিগন্ত সমবায় সমিতির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।শুক্রবার বিকালে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর বউ বাজার এলাকায় কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।প্রতিষ্ঠা বার্ষিকী পালন শেষে রাজু মোড়ল কে সভাপতি ও শাওন মোল্লা কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

প্রবাসী ছাড়া সগঠনটির সকল সদস্যের উপস্থিতিতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পল্লব হোসেন বাবু, সহ-সভাপতি মেহেদী হাসান, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব সরদার, সাংগঠনিক সম্পাদক মুরাদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক তানিব কাজী, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মহসিন, প্রচার সম্পাদক মুন্না মোল্লা, দপ্তর সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সেলিম, কোষাধ্যক্ষ মোঃ সোয়েব রানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রনী আকন, মহিলা বিষয়ক সম্পাদক সাথী আক্তার।

আপনার মতামত লিখুন :