শ্রীনগরে ধ্রুব ফাউন্ডেশনের কমিটি গঠন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ধ্রুব ফাউন্ডেশনের ২০২০-২১ সেশনের আগামী এক বছরের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।গত ৩০শে সেপ্টেম্বর বুধবার বাঘড়া এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সম্মতিতে ও সকল সদস্যদের ভোটাধিকারের মাধ্যমে আবুল কালাম আজাদ সভাপতি ও রাজীব এহসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পরে শুক্রবার (০১ অক্টোবর) দুপুরে ২২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলে সহ-সভাপতি শামীম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন ইসলাম, সাংগঠনিক সম্পাদক দীপ্ত শীল,অর্থ বিষয়ক সম্পাদক সজল হোসাইন, দপ্তর সম্পাদক লোকমান খান, সমাজসেবা বিষয়ক সম্পাদক মশিউর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কে এন রুবেল, প্রচার সম্পাদক চঞ্চল আহমেদ,ক্রিয়া সম্পাদক ইউসুফ রানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদিদ হোসেন খান, ছাত্রকল্যাণ সম্পাদক অনিক খান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক লিয়াকত জামিল, ধর্ম বিষয়ক সম্পাদক আবুবকর খান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক জয় সাহা।
কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন এস আবির হাসান, রবিউল আউয়াল, সাইফুল হাদীস, তারেক রহমান, আবু বকর সিদ্দিক, রাকিবুল হাসান।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সমাজের বাস্তবভিত্তিক কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে কাজ করে যাবে ধ্রুব ফাউন্ডেশন। তরুণদের আগামী দিনের নেতৃত্ব প্রদানে সক্ষম করে গড়ে তুলতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করবো।এই প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য।