শ্রীনগরে দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১০ PM, ০৮ অক্টোবর ২০২১

শ্রীনগর উপজেলার ৭টি দূর্গা পূজা পন্ডপ পরিদর্শন করলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ভাগ্যকুল, রাঢ়ীখাল, শ্রীনগর ও ষোলঘর ইউনিয়নের মোট ৭টি দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

এসময় উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ দূর্গা পূজার সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন ও নির্বিঘ্নে পূজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।পূজা শুরুর পূর্বে পর্যায়ক্রমে অন্যান্য মন্দির ও মন্ডপ সমূহ পরিদর্শন করা হবে বলেও জানান তিনি।

এতে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদক, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্ত, শ্রীনগর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায় সহ বিভিন্ন পূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

আপনার মতামত লিখুন :