শ্রীনগরে দূর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল

আরিফুল ইসলাম শ্যামল
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩১ PM, ১২ অক্টোবর ২০২১

শ্রীনগরে শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। মঙ্গবার সন্ধ্যার দিকে শ্রীনগর কেন্দ্রীয় অনন্তদেব মন্দির, শ্রীনগর ব্রæজেরপাড়া সার্বজনীন পূজা মন্ডির, ষোলঘর গুপ্তের নগর পূজা মন্ডপ ও হাঁসাড়া পালের বাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে ডিসি কাজী নাহিদ রসুল উপস্থিত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শারদীয় দুর্গা পূজা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ ও তার সহধর্মিনী অন্তরা ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যরিস্টার সজীব আহমেদ, হাঁসাড়া ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান খাঁন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদক, সাধারণ সম্পাদক অধীর দত্ত, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃীষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়, ষোলঘর ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী রুনুসহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

আপনার মতামত লিখুন :