শ্রীনগরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই রাইডার নিহত

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:১০ PM, ১১ মে ২০২১

শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে লোকমান হোসেন (২০) ও শাহ-জালাল (৩৫) নামের ২ জন নিহত হয়েছে। এ সময় মোটর সাইকেলের আরো ৪ আরোহী আহত হন। মঙ্গলবার দুপুর পৌনে  ২টার দিকে উপজেলার কেয়টখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামের বাসিন্দা ও সিরাজ মোল্লার ছেলে। অপর নিহত শাহ-জালাল শরীয়তপুর জেলার সখিপুরের চরকান্দা মুন্সীকান্দি গ্রামের বাসিন্দা ও সামসুদ্দৌহা সরকারের ছেলে। নিহত দুইজনই মোটর সাইকেলের রাইডার ছিলেন। তারা মোটর সাইকেলে করে ভাড়ায় যাত্রী আনা-নেওয়া করতেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, বিপরীতগামী দু’টি মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মোটর সাইকেল চালক লোকমান। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথিমধ্যে মারা যান অপর মোটর সাইকেলের চালক শাহ-জালাল। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :