শ্রীনগরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার বেজগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’র আওতায় বিসমিল্লাহ্ ফার্মেসীকে ৩ হাজার ও ফাইন বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।