শ্রীনগরে দামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৬ PM, ০১ জানুয়ারী ২০২৩

প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি স্লোগানকে সামনে রেখে ইংরেজি নতুন বছরের প্রথমদিনে সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে সরকারীভাবে সরবরাহকৃত বিনামূল্যের নতুন বই তুলে দেয়া হয়।

এসময় বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু।এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন দামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসনা রাণী দাস, মোঃ এমেল, আব্দুল আলিম সহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন :