শ্রীনগরে দাতা সদস্য নিয়োগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মুন্সীগঞ্জ টুডে ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০৪ PM, ১৯ অক্টোবর ২০২১

শ্রীনগর উপজেলার ভাগ্যকূল হন্দ্রেলাল স্কুল এন্ড কলেজের দাতা সদস্য নিয়োগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় মোঃ রকিবুল আলম পাপ্পু সরদার, আজিজুল আকন চঞ্চল, ওহাব সারেং ও গোবিন্দ বর্মন সহ আরো অনেকে অভিযোগ করে বলেন, প্রতি বছর বিদ্যালয়ের উন্নয়নের জন্য দাতা সদস্য নিয়োগ হয়। এ বছর দাতা সদস্য নিয়োগের জন্য এলাকার অনেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান তালুকদারের সাথে যোগাযোগ করেন। প্রধান শিক্ষক নিজে আর্থিকভাবে লাভবান হওয়ায় নোটিশ গোপন করে দাতা সদস্য নিয়োগ করেন। এ কারণে এলাকার শিক্ষানুরাগীরা বিদ্যালয়ের দাতা সদস্য হতে পারেননি। পুনরায় নোটিশ প্রদান করে বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে দাতা সদস্য নিয়োগ করার জন্য অনুরোধ জানান অনেকেই।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান তালুকদার জানান, দাতা সদস্য হওয়ার জন্য গত ২৯ জুলাই আমি নোটিশ প্রদান করি। যার মেয়াদ ৩০ আগস্ট শেষ হয়। এখন এসে তারা নোটিশ বোর্ডে নোটিশ খুজলে তা তো থাকবে না। সদস্য হতে হলে সামনের বার হতে পারবে। এবছর দাতা সদস্য হয়েছে মোট ৮ জন, টাকা পাওয়া গেছে ২০ হাজার টাকা করে ১ লাখ ৬০ হাজার টাকা। গত বছর ২৮ জন দাতা সদস্য ছিলো।

সূত্র : দৈনিক সভ্যতার আলো।

আপনার মতামত লিখুন :