শ্রীনগরে দলিল লেখক ও ভেন্ডার সমিতির নির্বাচন সম্পন্ন

মুন্সীগঞ্জের শ্রীনগরে সাব-রেজিস্ট্রী অফিস দলিল লেখক ও ভেন্ডার সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাব-রেজিস্ট্রী প্রাঙ্গণে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিকসহ ৩টি পদে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে ২৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আজাহার হোসেন, ৩৫টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ সিকদার ও ৩৭টি ভোট পেয়ে সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন কেএম রাজু আহমেদ। এছাড়া কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুল ছালাম সেন্টু মুক্তার।
প্রধান নির্বাচন কমিশনার দলিল লেখক ও সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, এই প্রথম বারের মত ব্যালটের মাধ্যমে শ্রীনগর সাব-রেজিস্ট্রী দলিল লেখক ও ভেন্ডার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীদের বিজয়ী করেন। সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে স্বাস্থ্য বিধি মেনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।