শ্রীনগরে দক্ষিণ মান্দ্রা চারিপাড়া কিশোর সংঘের কার্যালয় উদ্বোধন ও কমিটি গঠন

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নে সামাজিক সংগঠন দক্ষিণ মান্দ্রা চারিপারা কিশোর সংঘের যাত্রা শুরু হয়েছে।শুক্রবার সন্ধায় ইউনিয়নের চারিপারায় সংগঠনটির কার্যালয় উদ্বোধন ও কমিটি গঠন করা হয়।কমিটিতে আব্দুর রহিম মাদবরকে সভাপতি, হাফেজ নেসার উদ্দিন কে সাধারণ সম্পাদক, নাদিম মোল্লা ও লিপু শেখ কে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ঠ পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।পরে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন কর হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের দাতা সদস্য মামুন কবির।অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন সবুজ কুঁড়ি বাংলাদেশের শ্রীনগর উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম বাবু,যুবলীগ নেতা জিএম খালিদ,ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম লাভলু,ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র অভিভাবক সদস্য মিজান পাঠান,চঞ্চল,নজরুল হাওলাদার,সানোয়ার মোড়ল,শাহ্ আনোয়ার হোসেন,৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বারেক খান প্রমুখ।