শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে আহত-২

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে ২ জন আহত হওযার ঘটনা ঘটেছে। আহত ২জনকে উদ্ধারকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এব্যাপারে আহত অটো চালক মনিরের বাবা আলাউদ্দিন বাদী হয়ে শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
সোমবার (১০ আগষ্ট) উপজেলার হাসাড়া ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ১০ আগস্ট আলমপুর পশ্চিম পাড় গ্রামের আহত অটো চালক মনির যাত্রী নিয়ে অটো চালিয়ে লস্করপুর হেনা ক্লিনিকের সামনে পৌছিলে পিছন দিক থেকে আলমপুর উত্তরপাড়ের মফছেরের ছেলে লাবিব বেপরোয়াভাবে অটো চালিয়ে মনিরের অটোকে ধাক্কা দিলে উভয়ের মধ্যে তর্কবির্তক হয়ে হাতাহাতি হয়।
পরে স্থানীয়রা এসে থামাইয়া দিয়ে শালিশ মানামানি হয়। এ নিয়ে বিকেল ৪ টার দিকে আলমপুর পশ্চিমপাড় টাওয়ার বিল্ডিংয়ের সামনে শালিশের আয়োজন করা হয়। শালিশের লাবিব পক্ষের আলমপুর উত্তরপাড়ের আক্তারের ছেলে আশরাফ(২২), জামালের ছেলে রাকিব(২১), ওয়াহাবের ছেলে রাকিব(২০), মজনুর ছেলে হোসেনসহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জন শালিশে উপস্থিত হয়ে শালিশ না মেনে রাগান্তিত হয়ে চলে আসে এবং সন্ধ্যা ৭ টার দিকে লাবিবসহ তার লোকজন পশ্চিমপাড়ের গিয়ে মনিরের উপর আক্র মন করে মনিরকে এলোপাথারীভাবে লাঠি লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে।
এসময় পাশের দোকানদার বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেমের ছেলে আক্রাম মারপিট থামাতে আসলে তাকেও মারপিট করে আহত করে এবং তার দোকান ভাংচুর করে আনুমানিক ২০ হাজার টাকা ক্ষতি সাধন করে। আশরাফ আহত মনিরের পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল এবং হোসেন আহত আক্রামের পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে লাবিব বাহিনী চলে যায়।
এব্যাপারে শ্রীনগর থানার এস,আই আঃ কাদিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নিব।