শ্রীনগরে তন্তর ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শাহ আলম ইসলাম নিতুল
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৫ PM, ০৮ ডিসেম্বর ২০২০

শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় ইউনিয়নের বেলতলী উ”চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুল হক দুলাল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান লন্ঠু। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. লুৎফর রহমান, প্রধান বক্তা হিসাবে উপ¯ি’ত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, উদ্বোধক হিসাবে উপ¯ি’ত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূইয়া। তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান লন্ঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হক দুলালের সঞ্চালনায় সম্মেলনে আরো উপ¯ি’ত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ- ভাপতি নূরুল আলম চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট
সোহানা তাহমিনা, এ্যাডভোকেট আবুল কাশেম, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ আলী, শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ডালু, আবু হানিফা মোহাম্মদ নোমান, উপজেলা স্বে”ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, তন্তর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, বাঘড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলঅম, আওয়ামী লীগ নেতা মো. সাব্বির শেখ, যুবলীগ নেতা সোহেল রাজসহ দলীয় নেতাকর্মী বৃন্দ। দ্বিতীয় অধিবেশনে ১৯০ জন কাউন্সিল’র ভোটে আজিজুল হক দুলাল সভাপতি ও মিজানুর রহমান লন্ঠু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আপনার মতামত লিখুন :