শ্রীনগরে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৪ PM, ৩০ মার্চ ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ২নং ওয়ার্ডে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।

প্রধান অতিথি তার বক্তব্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়ে) বাল্যবিবাহ বিরোধী আলোচনা ও সরকারের বিভিন্ন দপ্তরের প্রশিক্ষণ বিষয়ে অবহিতকরণ শীর্ষক আলোচনা করেন।

উপজেলা জাতীয় সংস্থার চেয়ারম্যান আছিয়া আক্তার রুমুর সভাপতিত্বে ও প্রকল্প তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা ইসলাম লিজা’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান ও বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মুক্তিযুদ্ধে নারীদের অবদান নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর অবদানে নারীর উন্নয়ন এবং লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রদত্ত নারীদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ধরণের ভাতা প্রদান ও কর্মসূচিসহ বিভিন্ন সরকারি দপ্তরের সেবাসমূহ ও দেশের অগ্রগতি এবং সরকারের বিভিন্ন উন্নয়মূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। তথ্য আপার বিশেষ উঠান বৈঠকে অত্র এলাকার ৫০ জন নারী অংশগ্রহন করেন।

আপনার মতামত লিখুন :