শ্রীনগরে ড্রেজার ইঞ্জিনের হেন্ডেলের আঘাতে শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে ড্রেজার ইঞ্জিনের হেন্ডেলের আঘাতে মিন্টু হালদার (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিন্টু হালদার একই উপজেলার কুকুটিয়া ইউনিয়নের নাগরভোগ গ্রামের শ্রী কালাচাঁন হালদারের পুত্র।
স্থানীয়রা জানায়, মিন্টু হালদার তার ভাই বাচ্চু হালদারের ড্রেজারে কাজ করতো। সকালে মেশিন চালু দেওয়ার সময় হেন্ডেল ছিটকে মিন্টুর মাথায় আঘাত লাগে। এতে সে পানিতে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ক্যামেলিয়া সরকার বলেন, হাসপাতালে আনার পর ইসিজি ও অন্যান্য পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই।
পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান মুন জানান, ঘটনাটি আমার জানা ছিলনা। আমি খোঁজ নিয়ে দেখছি।