শ্রীনগরে ড্রেজারের পাইপ উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৩ PM, ২৫ সেপ্টেম্বর ২০২২

শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছাড়পত্রবিহীন ১টি ড্রেজার সংযোগের পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে। রোববার দুপুরের দিকে উপজেলার শ্রীনগর (সদর) ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুবজ হাঁটি রাস্তার ওপর থেকে ড্রেজারের ঝুঁকিপূর্ণ পাইপ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ড্রেজার সিন্ডিকেট চক্রের সদস্যরা সটকে পরে। অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী। তিনি জানান, অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :