শ্রীনগরে টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিলেন এডি

টুডে ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩০ PM, ১২ সেপ্টেম্বর ২০২০

টাকার বিনিময়ে মাদক কারবারীকে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাকিব হাসানের বিরুদ্ধে। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করে প্রথমে বলেছেন, তিনি ঢাকায় আছেন। কোন অভিযানে যাননি। তবে পরে তিনি স্বীকার করেছেন অভিযানে নেতৃত্ব দিয়েছেন এবং চার কেজি গাঁজা উদ্ধার করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুলে শাহ আলম নামের এক মাদক কারবারীকে গাঁজাসহ আটক করা হয়। পরে ৩ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে শাহ আলমকে ছেড়ে দেয়া হয়।

অভিযোগের প্রেক্ষিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাকিব হাসান প্রথমে বলেন, তিনি কোন অভিযানে যাননি, ঢাকায় আছেন। তবে তার অফিসের কেউ গেছেন কিনা সেটা আগামীকাল সকালে জানাতে পারবেন। অফিসের কে অভিযানে আছেন সেই নামও তিনি বলতে রাজি না হয়ে বলেন, শনিবার অফিসের রেজিস্ট্রার দেখে বলতে পারবেন।

তবে পরে তিনি বলেন, তিনি নিজেই এই অভিযানের নেতৃত্ব ছিলেন। তার সাথে তার অফিসের এএসআই জিয়াউর রহমান, সিপাহি আমিনুল ইসলাম ও অফিস সহকারী নবীন খান ছিলেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, শাহ আলমের বাড়ির পেছনে চট দিয়ে পেঁচানো অবস্থায় চার কেজি গাঁজা পাওয়া যায়। তবে বাড়িতে কেউ ছিলেন না বলে প্রথমে জানান। এরপরই বলেন, শুধু শাহ আলমের ছোট স্ত্রী ছিলেন। তবে ছোট স্ত্রীর নাম জানেন না বলে জানান তিনি। তবে কেন ছোট স্ত্রীকে গ্রেফতার করা হয়নি এমন প্রশ্নের উত্তরে বলেন, তার সংশ্লিষ্টতা নেই।

জব্দ তালিকায় কি স্ত্রীর নাম আছে? এমন প্রশ্নের উত্তরে মাদক নিয়ন্ত্রণের জেলার এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘জব্দ তালিকায় তার নাম আছে, তবে দেখে বলতে হবে’।

নামটি না বলার জন্য নানা কৌশল শুরু করেন। শুক্রবার রাত পৌনে ১টার দিকে তিনি গাঁজাসহ পাশের উপজেলা লৌহজংয়ের শিমুলিয়ায় অবস্থান করছিলেন বলে জানান। কিন্তু বিকালের অভিযান এবং উদ্ধারকৃত গাঁজার ব্যাপারে শ্রীনগর থানায় মামলা না করে কেন অন্য থানায় গেছেন এই প্রশ্নেরও কোন সদুত্তর দিতে পারেননি। টাকার বিনিময়ে মাদক কারবারী শাহ আলমকে ছেড়ে দেয়ার অভিযোগ সম্পর্কে নানা রকম কৌশল করেন তিনি।

শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূইয়া রাত ১টায় জানান, এই গাঁজা উদ্ধারের ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর শ্রীনগর থানাকে কিছুই অবহিত করেন নি।

নাসির উদ্দিন উজ্জ্বল/সময় সংবাদ

আপনার মতামত লিখুন :