শ্রীনগরে ঝুঁকিপূর্ণ কাঠের সেতুতে পারাপার, ভেঙ্গে পরার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৪ PM, ০৭ জানুয়ারী ২০২৩

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সেলামতি-বাগবাড়ি রাস্তার খালের ওপর জরার্জীণ কাঠের সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা।সেতুটি যে কোন সময় ধ্বসে পড়ে প্রাণ হানির শঙ্কা করা হচ্ছে।বিকল্প পথ না থাকায় এলাকাবাসী বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হচ্ছেন।ওই এলাকার আড়িয়াল বিলের সংযোগ খালের ওপর সেতুটির পশ্চিম দিকে কয়কীর্তণ ও পুর্বদিকে শ্যামসিদ্ধির সংযোগের ইট সলিং রাস্তার অবস্থাও বেহাল হয়ে পরেছে।নাজুক রাস্তা ও ঝুঁকিপূর্ণ কাঠের সেতু পারাপারে অত্র এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাঠের সেতুটি সংস্কার করা হয়নি।প্রায় বছর খানেক আগে স্থানীয়ভাবে জোড়াতালি দিয়ে কোন রকমে সেতুটি মেরামত করা হয়েছিল।কিছুদিন আগে একটি অটোরিক্সা পার হতে গিয়ে সেতুটির মাঝখানে ভেঙ্গে যায়।পরে কয়েকটি বাঁশ লাগানো হয়।ভেঙ্গে পরার আশঙ্কায় সেতুর দুই মুখে ইট ও লাল রংয়ের নিশান দিয়ে রাখা হয়েছে।যাতে কোন প্রাণ হানির ঘটনা না ঘটে।তার পরেও বাধ্য হয়ে এ অবস্থায় স্কুল-কলেজ, মাদ্রাসা, হাটবাজার, ক্লিনিকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য হাজারো মানুষ ঝুঁকিপূর্ণ সেতুটি ব্যবহার করছেন।

এ সময় মাদ্রাসা ছাত্র বিল্লাল, ফেরদৌস, গৃহবধূ সুমি বেগমসহ পথচারীরা বলেন, সেতুটির অবকাঠামো খুবই দুর্বল হয়ে পরেছে।সেতুর পাটাতনের কাঠ উঠে ফাঁকা হয়ে গেছে।এলাকার বৃদ্ধ ও শিশুরা ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছেন।এ পরিস্থিতিতে ইজিবাইক তো দূরের কথা মোটরসাইকেল কিংবা বাইসাইকেল নিয়ে সেতু পার হওয়া সম্ভব হচ্ছে না।অনেকেই এ রাস্তায় এসে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. হারুনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগতভাবে একবার সেতুটি মেরামত করেছি।এখন সেতুর অবস্থা খুবই খারাপ।কিছুদিন পরেই এখানে পাকা সেতুর নির্মাণের জন্য ঠিকাদার কাজ শুরু করবেন।মানুষের চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরী করা হবে।তাই কাঠের সেতু সংস্কারের জন্য কোন চিন্তাভাবনা করা হচ্ছেনা।আমি সেতুটির বিষয়ে ইউপি চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনা করেছি।

এ বিষয়ে শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, এখানে পাকা সেতু নির্মাণের জন্য টেন্ডার হয়েছে।খুব শীঘ্রই কাজ শুরু হবে।

আপনার মতামত লিখুন :