শ্রীনগরে ঝালমুড়ির টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৭ PM, ০২ অক্টোবর ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঝালমুড়ির টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বখাটের ছুরিকাঘাতে মো. শরীফ ঢালী (২৫) নামের এক দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে।গতকাল শনিবার রাতে উপজেলার হাঁসাড়া ইউনিয়নের লস্করপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত যুবক ওই গ্রামের অটো চালক তৈয়ব ঢালীর পুত্র।খুনী একই এলাকার মহিউদ্দিন শেখের বখাটে ছেলে মো. জান্নাত (২২)।পুলিশ লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

এলাকাবাসী জানায়, সন্ধ্যার দিকে শরীফ নামের এক ঝালমুড়ি বিক্রেতার মুড়ি খেয়ে টাকা না দিয়ে জান্নাত চলে যাওয়ার সময় ঝালমুড়ি বিক্রেতা তার কাছে টাকা চায়।এতে ক্ষিপ্ত হয়ে জান্নাত ঝালমুড়ি বিক্রেতা শরীফকে মারধর করে।পরে ঝালমুড়ি বিক্রেতা স্থানীয় ইউপি সদস্য হারুন মেম্বারের কাছে এ বিষয়ে বিচার দেয়।রাত ৯টার দিকে হারুন মেম্বার বিষয়টি জানার জন্য জান্নাতকে ডাক দেয়।এতে জান্নাত ক্ষিপ্ত হয়ে চাকু বেড় করে হারুন মেম্বারকে মারার জন্য যায়।এ সময় পাশে থাকা অটোচালক তৈয়ব ঢালীর পুত্র শরীফ ঢালী প্রতিবাদ করলে জান্নাত ক্ষিপ্ত হয়ে শরীফ ঢালীর বুকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই এলাকার হেনা আহমেদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

স্থানীয় ইউপি সদস্য হারুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :