শ্রীনগরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

আরিফুল ইসলাম শ্যামল
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২৫ AM, ০৩ নভেম্বর ২০২১

শ্রীনগরে ৩ নভেম্বর জাতীয় চার নেতা ও জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা রোডের দেউলভোগে ভাইস চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার কবীর।

শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির রায়হান সৈকতের সভাপতিত্বে ও শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শ্রীনগর কলেজ শাখা ছাত্র লীগ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু।

এ সময় উপস্থিত ছিলেন বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির শেখ, ছাত্রলীগ নেতা মাহাবুব আলম ডিউ, শরীফুল ইসলাম সাজু, অনিল আহম্মেদ জয়, সালাউদ্দিন মোড়ল, মো. অমিত, শাওন, মাহবুব, সজীব ইমন, কাজল, পলাশ, ইভান, আসাদুল, সেলিম, শরীফসহ অনেকে।

আপনার মতামত লিখুন :