শ্রীনগরে জেলের জালে বিষধর রাসেল ভাইপার

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫৪ PM, ১৬ সেপ্টেম্বর ২০২০

শ্রীনগরে পদ্মার পারে বিষাক্ত রাসেল ভাইপার সাপ জেলেদের দোয়াইর জালে আটকা পরেছে।বুধবার সকালে উপজেলার বাঘড়া বাজার সংলগ্ন পদ্মা নদীর পারে স্থানীয় জেলেদের দোয়াইর জালে আটকা পরে এ বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ।পরে বাঘড়া পুলিশ ফাঁড়ির এ.এস.আই জাহিদ হোসেন উক্ত স্থানে উপস্থিত হয়ে কার্যত পদক্ষেপ গ্রহন করেন।

স্থানীয় জেলেদের কাছ থেকে জানা যায়, তারা নিয়মিত মাছ ধরার জন্য দোয়াইর জাল পেতে রাখে নদীতে।গতকাল মঙ্গলবার রাতেও জেলেরা পদ্মা নদীর পাড়ের একটি খালের মুখে দোয়াইর পেতে রেখেছিল।প্রতিদিনের ন্যায় বুধবার সকালবেলা দোয়াইর উঠানো হলে, দেখা যায় সেখানে একটি রাসেল ভাইপার সাপ ও  একটি ঘড়িয়াল আটকে আছে।স্থানীয়রা আরো জানান, এর আগেও বাঘড়া এলাকায় বন্যার সময়ে এই ধরনের বেশ কয়েকটি সাপ দেখতে পেয়েছেন।এতে স্থানীয় জনগনের মনে একরকম ভীতির সঞ্চার হয়েছে।

আপনার মতামত লিখুন :