শ্রীনগরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৩৩ PM, ১৭ জুন ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও বেগম খালেজা জিয়া’র সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার বাদ জুমা স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ অয়োজন করা হয়।

তন্তর ইউনিয়ন বিএনপি নেতা মো. সিরাজ হাওলাদারের সভাপতিত্বে ও তন্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আদিলুর রহমান আদিলের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আতোয়ার মল্লিক, লেহাজউদ্দিন শেখ, শফি শেখ, ইসরাফীল শেখ, মো. ইব্রাহীম, আলমগীর খান, জহিরুল মল্লিক, মজিবর শেখ, যুবদল নেতা মনির, টিটু, ইলিয়াস, তাজিম, সাগর, জসিম, দিলু, সেলিম প্রমুখ।

আপনার মতামত লিখুন :