শ্রীনগরে জাতীয় শোকদিবসে দোয়া ও গনভোজ অনুষ্ঠিত

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৫৮ PM, ১৫ অগাস্ট ২০২১

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে দোয়া ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুর ২টায় উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় দোয়া ও গনভোজ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন কবিরের সার্বিক ব্যবস্থাপনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সেলিম আহাম্মেদ ভূইয়া, বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল-মামুন, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন,ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ, শ্রীনগর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন শিকদার,শ্রীনগর কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রাব্বি,পারভেজ কবির,জানে আলম, জিএম খালিদ,রিয়াজুল ইসলাম লাভলু,সাইদুল ইসলাম বাবু সহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন :