শ্রীনগরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন

“নিরাপদ খাদ্যে সমৃদ্ধ জাতি স্মার্ট বাংলাদেশ করার চাবিকাঠি” এই স্লোগানে মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
রিক এসইপি এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেন পাটোয়ারী। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর উপ-প্রকল্পঃ “উত্তম পদ্ধতি অনুসরণের মাধ্যমে নিরাপদ দুগ্ধজাত পণ্য উৎপাদন ত্বরান্বিতকরণ”এর আয়োজনে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুজ্জামান লিটন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিরুল ফারুক, অক্ষয় কুমার শশী কুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম তৌহিদুর রহমান প্রমুখ।