শ্রীনগরে ছাত্রলীগ নেতার শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৪ PM, ১২ ডিসেম্বর ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন পলাশ শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী ও শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাত করেছেন।

গতকাল রবিবার বিকালে শাহাদাৎ হোসেন পলাশ প্রথমে শ্রীনগর ইউএনও কার্যালয় ও পরে শ্রীনগর থানায় উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন নিরব, শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম লিমন, ছাত্রলীগ নেতা সিমান্ত, ইভান সিকদার, মো. শরীফ, আল-আমিন, সবুজ শেখ, শাহারিয়া, বাপ্পি, তাহমিদ, সালমান প্রমুখ।

জানা গেছে, গত ৪ ডিসেম্বর ২০২২ খ্রীঃ শাহাদাৎ হোসেন পলাশকে শ্রীনগর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়।তিনি এর আগে একই কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

আপনার মতামত লিখুন :