শ্রীনগরে ছাত্রলীগের নতুন কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৩ PM, ১৯ ডিসেম্বর ২০২১

শ্রীনগরে ছাত্রলীগের নতুন কমিটির বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল হয়েছে।রোববার দুপুরের দিকে ছাত্রলীগের পদ বঞ্চিত নেতাকার্মীরা জেলা কমিটির বিরুদ্ধে এই কর্মসূচির আয়োজন করে।শ্রীনগর সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রাব্বির নেতৃত্বে ও উপজেলা ছাত্রলীগের একাংশ নেতাকর্মী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় মহাসড়কে অবরোধ করে।এতে করে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে।

অপরদিকে শ্রীনগর উপজেলা ও শ্রীনগর কলেজ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে উপজেলা ব্যাপী আনন্দ মিছিল বের হয়।এনিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, ছাত্রলীগের একটি গ্রুপ মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এক পর্যায় সড়কে ব্যারিকেড দিলে তাদেরকে সরিয়ে আনা হয়।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল স্বাক্ষরিত দলীয় প্যাডে শ্রীনগর উপজেলা ছাত্রলীগ ও শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি ঘোষনার পর থেকেই নতুন কমিটির বিরুদ্ধে শ্রীনগরে ছাত্রলীগের একাংশ নেতাকার্মী প্রতিবাদ ও বিক্ষোভ করে আসছে।

আপনার মতামত লিখুন :