শ্রীনগরে ছাগল চুরি করে পালানোর সময় আটক ২

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৪৯ AM, ০৫ জুন ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছাগল চুরি করে পালানোর সময় ২ জনকে আটক করা হয়েছে।শনিবার দুপুরে উপজেলার কুকুটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় মো. স্বপন শেখ (৪০) ও ওমর ফারুক (৩৪) নামে ২ ব্যক্তিকে ১টি ব্যাটারী চালিত ইজিবাইকসহ আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।

স্বপন শেখ মুন্সীগঞ্জ জেলার টংঙ্গিবাড়ী উপজেলার ইউনুছ শেখের ছেলে ও ওমর ফারুক একই উপজেলার সালাম বেপারীর ছেলে।

স্থানীয়রা জানায়, কুকুটিয়া ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে ছাগল চুরি করে পালানোর সময় ইজিবাইকসহ ২ ব্যক্তিকে আটক করা হয়।তারা বনগাঁও গ্রামের বাসিন্দা মো. আওলাদ হোসেনের ২টি ছাগল রাস্তা থেকে অটোতে তুলে পালাচ্ছিল।পরে শ্রীনগর থানা পুলিশকে খবর দিলে তারা এসে তাদের গ্রেফতার করে।

স্থানীয় ইউপি সদস্য মো. তপন শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ২ ব্যক্তিকে থানায় নিয়ে গেছে।

এ ব্যাপারে শ্রীনগর থানার এসআই মো. মাসুদ মোল্লা জানান, ছাগল মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।গ্রেফতারকৃতদের আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :