শ্রীনগরে চেয়ারম্যান আজিজুল ইসলামের নগদ অর্থ বিতরণ

শ্রীনগর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ্য অসহায় পরিবারদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।শুক্রবার দিনব্যাপী উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আজিজুল ইসলামের নিজ বাসভবনে “হাজী ভিলায়” তার নিজস্ব তহবিল থেকে প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম মাহি, যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আল-আমীন, বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীন, মিজানুর রহমান আশিক, ইউপি সদস্য মোহাম্মদ আলী প্রমুখ।