শ্রীনগরে চায়না দোয়াইর কারখানায় অভিযান

মুন্সীগঞ্জের শ্রীনগরে চায়না দোয়াইর কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর গ্রামের শেখ ফিসিং এন্টারপ্রাইজে অভিযান পরিচালিত হয়।অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ।এসময় শেখ ফিসিং এন্টারপ্রাইজ থেকে ১০টি চায়না দোয়াইর জাল জব্দ করা হয়।অভিযানে শেখ ফিসিং এন্টারপ্রাইজ কে দশ হাজার টাকা জরিমানা সহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুইটি মামলা দায়ের হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, কোম্পানি কমান্ডার সি পি সি-১,ভাগ্যকূল, র্যাব-১১ এ কে এম মুনিরুল আলমসহ আরো র্যাব সদস্যরা।