শ্রীনগরে গোলাম সারোয়ার কবীরের উদ্যোগে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীরের উদ্যোগে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে শ্রীনগর উপজেলার কুকুটিয়া এলাকার পূর্ব মুন্সীয়া গ্রামের নিজ বাড়ির আঙ্গিনায় একমাত্র পুত্র আয়মান সারোয়ার সাম্যকে সাথে নিয়ে এসব ঈদ বস্ত্র বিতরণ করেন সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীর। এলাকার ৩ শতাধিক অসহায় নারী পুরুষকে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির শেখ, আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, স্থানীয় ইউপি সদস্য আনজাম মাসুদ লিটন ও মো. মামুন শেখ, সজীব আহম্মেদ, মো. আসিফ, জহিরুল ইসলাম লিমন, ইমরান হোসেন মানিক, মো. হিলারী, ইভান প্রমুখ।