শ্রীনগরে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৭ PM, ১৯ এপ্রিল ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়ায় জিনিয়া আক্তার লিজা (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।গত সোমবার দিবাগত গভীর রাতে পূর্ব বাঘড়ায় এ ঘটনা ঘটে।পুলিশ সকালের দিকে লাশ উদ্ধার করে। গৃহবধূ জিনিয়া আক্তার লিজা একই এলাকার রাসেলের স্ত্রী ও হারুন শেখের পালিত কন্যা। সে দুই কন্যা সন্তানের জননি।

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ জিনিয়া আক্তার লিজা তার বাবার বাড়িতে অভিমান করে বসত ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ ও শ্রীনগর থানার এসআই মো. ইলিয়াস জানান, লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আপনার মতামত লিখুন :