শ্রীনগরে গাঁজাসহ মাদক কারবারি মিলন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০১ PM, ১৫ এপ্রিল ২০২১

শ্রীনগরে গাঁজাসহ মিলন খান (৬২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গত ১৪ এপ্রিল বুধবার দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার ভাগ্যকুল এলাকার মধ্য কামারগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারি মিলন খান ওই এলাকার মৃত মাহমুদ আলী খানের ছেলে।

র‌্যাব এক প্রেস রিলিজে জানান, র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ’র নেত্বত্বে র‌্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মধ্য কামারগাঁও এলাকার শুক্কুর বেপারীর দোকানের সামনে থেকে মাদক কারবারি মিলন খানকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :