শ্রীনগরে গাঁজাসহ নারী কারবারি আটক

শ্রীনগরে ৪কেজি গাঁজাসহ শিউলী দেওয়ান (৪২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সোয়া ৭টার দিকে উপজেলার ষোলঘর এলাকার জোড় দীঘির পাড় থেকে তাকে আটক করা হয়। এ সময় শিউলীর স্বামী এলাকার চিহ্নিত মাদক কারবারি শহিদ দেওয়ান সটকে পড়ে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, শ্রীনগর থানার এসআই আপন দাস ৪ কেজি গাঁজাসহ শিউলী দেওয়ানকে আটক করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে শহিদ দেওয়ান পালিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।