শ্রীনগরে গৃহবধূর আত্মহত্যা

শ্রীনগরে কানিজ ফাতেমা (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গত বৃস্পতিবার রাত পৌণে ১২ টার দিকে উপজেলার বাড়ৈখালী এলাকার শ্রীধরপুর গ্রামে এই ঘটনা ঘটে। আত্মহননকারীর স্বামী কায়েস হাসান বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আড়াই বছরের এক সন্তানের জননী কানিজ ফাতেমা বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।সে একই এলাকার মৃত নজরুল ইসলাম বিন্দু’র কন্যা।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।