শ্রীনগরে কোলাপাড়া ইউপি নির্বাচনের ফলাফল স্থগিত ও পুনরায় ভোট গণনার নির্দেশ

গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত করে পুনরায় ভোট গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পিটিশন নং ১২৩৮৮। হাইকোর্টের রিট সূত্রে জানা গেছে, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কোলাপাড়া ইউপি নির্বাচনের ভোট পুনরায় গণনার নির্দেশ দেন সংশ্লিষ্টদের। ইউনিয়নের ৫নং ও ৯নং ওয়ার্ডের ভোট কেন্দ্রের গণনার নির্দেশ দেওয়া হয়। এছাড়া প্রকাশিত গ্রেজেট বিজ্ঞপ্তিও ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে।
জানা যায়, উপজেলার ১০নং কোলাপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতার করেন মোট ৪ জন। এর মধ্যে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মোস্তাফিজুর রহমান জনেট (ঘোড়া প্রতীক) ও রফিকুল ইসলাম বাবুর (আনারস প্রতীক) মধ্যে ভোট যুদ্ধ হয়। এতে ২৩৪ ভোটের ব্যবধানে আনারস প্রতীক নিয়ে রফিকুল ইসলাম বাবুকে বিজয়ী ঘোষনা করেন রিটার্নিং অফিসার সাজিদুর রহমান।
ঘোষিত ফলাফল অনুযায়ী আনারস প্রতীক নিয়ে রফিকুল ইসলাম বাবুর প্রাপ্ত ভোট ৩৮১৬, ঘোড়া প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান জনেটের প্রাপ্ত ভোট ৩৫৮২, নৌকা প্রতীক নিয়ে নেছারউল্লাহ সুজনের প্রাপ্ত ভোট ১৬০৬ ও হাতপাখা প্রতীক নিয়ে হাবিবুর রহমানের প্রাপ্ত ভোট ৬১৬টি।
এর আগে গত ১৪ নভেম্বর ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে কোলাপাড়া ইউনিয়ন পরিষদের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান জনেট প্রধান নির্বাচন কমিশন বরাবার লিখিত আবেদন করেন।