শ্রীনগরে কোলাপাড়ায় নির্মিত রাস্তা ও মসজিদ উদ্বোধন

মুন্সীগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে শ্রীনগর উপজেলার কোলাপাড়ায় নির্মিত নতুন রাস্তা ও মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে কোলাপাড়া ইউনিয়নের দক্ষিন পাইকশা এলাকায় প্রায় ১৭ লাখ টাকা ব্যায়ে বাস্তবায়িত ৩টি রাস্তা ও একটি মসজিদের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহাবুব উল্লাহ্ কিসমত।
এম মাহবুব উল্লাহ্ কিসমত এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তাই একজন কর্মী হিসেবে এলাকার কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। পরে তিনি নিজস্ব অর্থায়নে উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ১০ হাজার উন্নত মানের মাক্স বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কোলাপাড়া ইউপি চেয়ারম্যান হাজী নেছার উল্লাহ্ সুজন, উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী আঃ রহিম, কোলাপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শ্রী গোপীনাথ দাস, নাজমুল হুদা মিন্টু, ফয়জুল ইসলাম টারজান, কাউসার উল্লাহ শ্যামল, মোহাম্মদ আলী, সোহেল মেম্বার, শিল্পী আক্তার, আবুল হাশেম, নুরুন্নবী অন্তু, আবুল কালাম, উজ্জল প্রমুখ।