শ্রীনগরে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সম্পাদকের রোগ মুক্তি কামনায় দোয়া

শ্রীনগরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগ।
ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগ নেতা রকিবুল আলম পাপ্পুর সভাপতিত্বে ও ভাগ্যকুল বাজার জামেমসজিদের পেস ইমাম মাওলানা মনিরুজ্জামান এর দোয়া পরিচালনায় এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর খান মিলন, ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুল,ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম খান একুল,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুলতান আলী,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা অপু সরদার,ভাগ্যকুল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন শেখ,যুবলীগ নেতা জুবায়ের হোসেন,যুবলীগ নেতা মোঃ সালাউদ্দিন,মামুন সারেং,উজ্জ্বল হোসেন প্রমুখ।